সদস্য সম্পর্কে
সদস্য তথ্য
(ক) পিডব্লিউডি’তে উপ-সহকারী প্রকৌশলী বা তদুর্ধ্ব পদে কর্মরত সকল ডিপ্লোমা প্রকৌশলী এই সমিতি’র সদস্য।
(খ) যে কোন সদস্যই কেন্দ্রীয় পরিষদ/জেলা কমিটির কর্মকর্তা ও নির্বাহী সদস্য হওয়ার যোগ্য। তবে একই ব্যক্তি পর পর ২ (দুই) টার্ম কেন্দ্রীয় পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর তৃতীয় টার্মে ওই একই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
(গ) চাকরি হতে অবসর গ্রহণকারী কিংবা চাকরি ত্যাগকারী গণপূর্ত অধিদপ্তরের যে কোন ডিপ্লোমা প্রকৌশলী এই সমিতি’র আজীবন পৃষ্ঠপোষক থাকতে পারবেন। তিনি একমাত্র ভোটাধিকার ব্যতিত সমিতি’র অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
(ঘ) বাংলাদেশের যে কোন সম্মানিত নাগরিককে কেন্দ্রীয় পরিষদের অনুমোদনক্রমে সমিতি’র সম্মানী সদস্য এবং অনুদান প্রদানকারী সদস্য হিসেবে গ্রহণ করা যাবে। কিন্তু তাদের কোন ভোটাধিকার থাকবে না। যারা অনুদান প্রদানকারী সদস্য হবেন, তাদেরকে এককালীন ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা সমিতি’র তহবিলে প্রদান করতে হবে।
(ঙ) সংগঠনের স্বার্থে উল্লেখযোগ্য ভূমিকা ও বিশেষ অবদানের জন্য যে কোন সদস্য/পৃষ্ঠপোষক/ সম্মানী সদস্য/ অনুদান প্রদানকারী সদস্যকে কেন্দ্রীয় পরিষদের সুপারিশে কাউন্সিল কর্তৃক অনুমোদনক্রমে আজীবন সদস্য হিসেবে গ্রহণ করা যাবে। তবে তার কোন ভোটাধিকার থাকবে না।