প্রতিমন্ত্রীর বার্তা
হোম / আমাদের সম্পর্কে / প্রতিমন্ত্রীর বার্তা
" প্রতিমন্ত্রীর বার্তা "
জনাব শরীফ আহমেদ
মাননীয় প্রতিমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণ প্রক্রিয়ার সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) Website প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের ভৌত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে মাইলফলক স্থাপনে সক্ষম হয়েছে। এই অধিদপ্তরের রয়েছে সুদক্ষ প্রকৌশলী এবং দক্ষ ও অভিজ্ঞ জনবল। তাদের মধ্যে অন্যতম ডিপ্লোমা প্রকৌশলী। ডিপ্লোমা প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে অবকাঠামো নির্মানের ক্ষেত্রে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম, আনুগত্য, সততা ও নিষ্ঠার মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কাজের প্রতি আন্তরিক থাকলে এই অধিদপ্তর অচিরেই আরো উন্নতি করবে বলে আমি বিশ্বাস করি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি আশা করি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে আনুগত্য এবং স্বচ্ছতার সাথে সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন করবে। উন্নত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এই অধিদপ্তর কার্য্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এটা সম্ভব হলে সমাজের সর্বত্র তার ইতিবাচক প্রভাব পড়বে। গণপূর্ত অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীগণ ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমি জানতে পেরেছি।
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি তাদের নিজস্ব Website চালুর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করায় আমি আনন্দিত। এই Website এর মাধ্যমে সমিতির সদস্যবৃন্দ তাদের প্রয়োজনীয় তথ্যাদি সহজেই আদান প্রদান করতে পারবেন। তাদের কাজ হবে সহজ, স্বচ্ছ এবং গতিশীল। এই Website সব সময় up-to-date রাখার জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ
- বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস), পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
- টেলিফোনঃ ০২-৪৭১২১৬০৭
- ফ্যাক্সঃ ৮৮-০২-৪৭১২১৬০৬
- মেইলঃ bpwddea@gmail.com
© বাপিডিপ্রকৌস ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত।
ডিজাইন ও ডেভেলপমেন্ট HRSOFTBD