সভাপতি বার্তা
হোম / আমাদের সম্পর্কে / সভাপতি বার্তা
" সভাপতি বার্তা "
মোহাম্মদ রায়হান মিয়া
সভাপতি
বাপিডিপ্রকৌস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচীর ধারাবাহিকতায় বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপডিপ্রকৌস) তাঁর নিজস্ব Website চালুর মাধ্যমে তথ্য প্রযুক্তির অবারিত প্রাঙ্গণে প্রবেশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্তর্গত গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশের প্রাচীনতম প্রকৌশল সংস্থা। বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, হাইকোর্ট, সচিবালয়সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাদি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মিত হয়। বলাবাহুল্য, এসব স্থাপনাদি রক্ষণাবেক্ষণের কার্যক্রমও এই অধিদপ্তর দ্বারা পরিচালিত হয়। দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ প্রকৌশলীবৃন্দ তাঁদের উপর অর্পিত গুরুদায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্মাণ শিল্প নতুন মাত্রা পেয়েছে। প্রতিনিয়ত আমাদের চারপাশে সরকারীভাবে নানা ডিজাইনের নিত্য-নতুন এলিভেশনের আন্তর্জাতিক মানের ভবন নির্মিত হচ্ছে। বলার অপেক্ষা রাখে না এর পুরো কৃতিত্বই স্থাপত্য অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের।
গণপূর্ত অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির Website উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে আমি এই সমিতির সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। এই Website এ PWD এর নির্মাণ ও প্রকৌশল বিষয়ক নিত্য নতুন তথ্য থাকবে যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে বলে আমি মনে করি।
পরিশেষে এই Website এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ
- বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস), পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
- টেলিফোনঃ ০২-৪৭১২১৬০৭
- ফ্যাক্সঃ ৮৮-০২-৪৭১২১৬০৬
- মেইলঃ bpwddea@gmail.com
© বাপিডিপ্রকৌস ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত।
ডিজাইন ও ডেভেলপমেন্ট HRSOFTBD