নোটিশ বিস্তারিত
রাজশাহী গণপূর্তের প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার নিন্দা ও দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের সামনে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতি (বাপিডিপ্রকৌস) গোপালগঞ্জ জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দীপক চন্দ্র শীল, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকার, বাপিডিপ্রকৌস গোপালগঞ্জ জেলা শাখা সভাপতি সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী তন্ময় কুমার বসু, গণপূর্ত কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল হোসেন খান, সাধারণ সম্পাদক মো. রইস আহমেদসহ গণপূর্ত বিভাগের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
Download